প্রতিনিধি | শুক্রবার, ২২ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 969 বার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত বুধবার গভীর রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আঁখিতারা বাজারে এ ঘটনা ঘটেছে। অনেকেই এটিকে নির্বাচনী সহিংসতা দাবী করলেও স্থানীয় কিছু লোক বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে হঠাৎ মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। আগুন মুহুর্তের মধ্যে আশপাশ এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয ব্যবসায়ী ও গ্রামবাসীর প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মার্কেটের হোটেল, লেপ-তোষক, ডেকোরেটার্সসহ ৭টি দোকান পুঁড়ে ছাঁই হয়ে যায়। ব্যবসায়ি আল-আমীন জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক মিটার থেকেই এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। গত বৃহষ্পতিবার সকালে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা ও ওসি (তদন্ত) আবদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |