| বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০১৬ | পড়া হয়েছে 207 বার
দূর্গাপূজাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা কমিটির সভা সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।গত মঙ্গলবার ২৭ শে সেপ্টেম্বর সকাল ১১টা সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবার সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত আইন-শৃঙ্খলা কমিটিতে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ তাহমিনা আক্তার। উপজেলা সহকারী কমিশনার ভূমি মৌসুমী বাইন হীরা। সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি হিসেবে এস.আই. মজিবুর রহমান। সরাইল উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এবং পূজা উৎযাপন কমিটির সভাপতি-সম্পাদক সহ সদস্যবৃন্দ। এছাড়াও সরাইলের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায় উল্লেখযোগ্য বিষয় উপস্থাপন ও সিদ্ধান্ত গৃহীত হয়ঃ- ১.কন্ট্রোল রুমের মাধ্যমে প্রতিটি পূজামণ্ডপে স্ট্রাইকিংফোর্স টহল দেওয়া, ২. সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান এবং ইউপি মেম্বারগণ স্ব স্ব এলাকায় পূজামণ্ডপ পরিদর্শন করা সহ নজরদারি রাখা, ৩.প্রতিটি পূজামণ্ডপে সেচ্ছাসেবক নিয়োজিত করা, ৪.পূজা উপলক্ষে সার্বক্ষনিক বিদ্যুৎ সরবরাহ এবং মেডিকেল টিম নিয়োজিত থাকা, ৫.পূজামণ্ডপের আশ-পাশ এলাকায় মাদকাসক্ত কোনো লোক দেখলে তাৎক্ষনিক পুলিশকে অবহিত করা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া। এছাড়াও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |