প্রতিনিধি | শুক্রবার, ১৩ মে ২০১৬ | পড়া হয়েছে 943 বার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের দোবাজাইল গ্রামে বজ্রপাতে জাহানারা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ১২ মে দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় তার দুই মেয়ে তাসমিনা আক্তার (৩২) ও রোমেজা আক্তার (১২) আহত হওয়ায় তাদের স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। নিহত জাহানারা একই গ্রামের রফিকুল ইসলাম রুকু মিয়ার স্ত্রী। অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, দুপুরে বৃষ্টির মধ্যে বাড়ির সামনে সাংসারিক কাজ করছিলেন জাহানারা ও তার দুই মেয়ে। এসময় বজ্রপাত হলে তারা তিনজনই গুরুতর আহত হন। এ অবস্থায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক জাহানারাকে মৃত ঘোষণা করেন।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |