প্রতিনিধি: | শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬ | পড়া হয়েছে 808 বার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত ও এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১ টায় সরাইল উপজেলার পাকশিমুল ব্রাহ্মনগাও এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত মানিক মিয়া (৩২) রসুলপুর পূর্ব পাড়ার মীর হোসেনের পুত্র। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপক কুমার সাহা জানান, তার বিরুদ্ধে ১০ টি মামলা রয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ডাকাত মানিক মিয়াকে নিয়ে অস্ত্র উদ্ধারে বের হলে পাকশিমুল ব্রাহ্মনগাও এলাকায় গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। এ সময় মানিক মিয়া নিহত হয়। আহত হয় এসআই সহ ৪ পুলিশ। পুলিশের জানিয়েছে, এ সময় তার কাছ থেকে ২ টি পাইপগান , ২ রাউন্ড গুলিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |