| রবিবার, ২৭ নভেম্বর ২০১৬ | পড়া হয়েছে 754 বার
সরাইলে নলেজ পার্ক নামক কিন্ডার গার্টেন বিদ্যালয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। গত রোববার ভোরে উপজেলার দেওড়া পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটেছে। আগুনে ৩ লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়েছে বিদ্যালয়টি। কক্ষের অভাবে পাঠদান ও বার্ষিক পরীক্ষা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা এখন হতাশ। বিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় লোকজন জানায়, ২০০৭ সালে প্রতিষ্ঠিত নলেজ পার্ক কিন্ডার গার্টেন স্কুলটি জায়গার সমস্যার কারনে গত ২ মাস আগে স্থানান্তর করা হয়েছে। গ্রামের মধ্য পাড়া থেকে নতুন জায়গায় পূর্বপাড়ায় ৩ টি বড় ভিটি পাকা টিনের ঘর করা হয়। সেখানে যথারীতি চলছিল পাঠদান। রোববার ভোরে পশ্চিম ভিটির ১টি টিনের ঘরে কে বা কাহারা আগুন ধরিয়ে দেয়। স্কুল সংলগ্ন হাফেজসাব বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ওয়াহিজ আহমেদ ফজরের নামাজ পড়াতে আসেন। তিনি আগুনের লেলিহান শিখা দেখে প্রথমে চিৎকার করেন। পরে মসজিদের মাইকে আগুন নেভাতে আসার আহবান জানান। আশপাশের লোকজন দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। ততক্ষণে পুঁড়ে ছাঁই হয়ে গেছে ১টি ঘর। গত শনিবার ছিল বাংলা বিষয়ের প্রথম পরীক্ষা। আর রোববার ছিল ইংরেজী বিষয়ের পরীক্ষা। আগুনের ঘটনায় অনেকটা হতাশ হয়ে পড়েছেন অভিভাবকরা। শিক্ষা প্রতিষ্ঠানে আগুন স্থানীয় লোকদের ভাবিয়ে তুলেছে। বিদ্যালয়ের সভাপতি মোঃ জুনায়েদ আহমেদ বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা ও পাঠদান নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছি। অর্থনৈতিক ভাবে ক্ষতির সম্মূহীন হয়েছি। আমরা দূস্কৃতিকারীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগীতা চাই। সেইসাথে প্রশাসনের সহায়তাও প্রত্যাশা করছি।
মোহাম্মদ মাসুদ, সরাইল
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |