প্রতিনিধি | মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 1034 বার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজ হওয়ার একদিন পর ফাহিম মিয়া (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সৈয়দটুলা গ্রামের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ফাহিম সৈয়দটুলা গ্রামের ধন মিয়ার ছেলে ও স্থানীয় আলীনগর মাদ্রাসার ছাত্র।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, খবর পেয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল আলীম শিশুটির মরদেহ উদ্ধার করে।সোমবার বিকেল পাঁচটার দিকে সে নিখোঁজ হয়। ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও ওসি জানান।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |