প্রতিনিধি | মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০১৬ | পড়া হয়েছে 1137 বার
সরাইল উপজেলার চুন্টা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের সুষ্ঠুতা ও নিরপেক্ষতা নিয়ে শঙ্খা প্রকাশ করেছেন আ.লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদ প্রার্থী শেখ মো. হাবিবুর রহমান। তিনি আ.লীগের চেয়ারম্যান পদ প্রার্থী মো. শাহজাহান মিয়ার বিরুদ্ধে তাঁকে প্রাণ নাশের হুমকি প্রদানেরও অভিযোগ করেন। গত সোমবার সন্ধ্যায় চুন্টা ঈদগা মাঠে সাংবাদিক সম্মেলন ডেকে মাইকে লিখিত বক্তব্য পাঠ করে শেখ হাবিবুর রহমান এ সব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীরা ছাড়াও স্থানীয় কয়েক শ লোক উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বলেন, আমি টানা চার বারের নির্বাচিত চেয়ারম্যান। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্নিত হয়ে নৌকা প্রতীকের প্রার্থী শাহজাহান মিয়া বেপরোয়া আচারণ করছেন। আমার সমর্থকদের নানাভাবে হুমকি ধমকি দিয়ে আমার নির্বচনী অনুকূল পরিস্থিতি প্রতিকূলে নেওয়ার চেষ্টা করছেন। মিথ্যা মামলা দিয়ে আমার ছোট ভাই শেখ এখরাছুর রহমান ও কয়েকজন সমর্থককে হয়রানি করছেন। কবির মিয়া নামের এক নিরীহ লোককে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন। পুলিশ দিয়ে আমার কর্মীদের ভয় দেখানো হচ্ছে। আমি কিভাবে কেন্দ্রে এজেন্ট দেয় সেটাও দেখবে বলে প্রচার করছে। আমাকে প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। তাঁরা প্রচার করছেন ২৩ এপ্রিল নির্বাচনের দিন সকাল ১০ টার মধ্যে এ ইউনিয়নের চুন্টা এসি একাডেমি উচ্চ বিদ্যালয়, লোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘাগড়াজোড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রসুলপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র জোর করে দখলে নিয়ে নৌকা প্রতীকে সিল মারা হবে। এহেন পরিস্থিতিতে আমি এক দিকে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি অন্য দিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশঙ্খা করছি। তাই অপনাদের মাধ্যমে কর্তপক্ষের কাছে আমার এলাকায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করছি।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |