সরাইল প্রতিনিধি: | বুধবার, ০৮ মার্চ ২০১৭ | পড়া হয়েছে 856 বার
গতমঙ্গলবার বিকালে সরাইল থানা পরিদর্শন করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনির কামাল। পরিদর্শন কালে তিনি থানার সকল রেজিস্ট্রার সমূহ পর্যালোচনা করেন। পর্যালোচনা শেষে উপস্থিত থানার সকল কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকমুক্ত দেশ ও জাতি গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইতিমধ্যে জেলাকে মাদক মুক্ত মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করছে বিচার বিভাগ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে স্ব-স্ব ধর্ম পালনে যেন ব্যাঘাত না ঘটে এবং আসন্ন স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করতে পারে পুলিশকে সে দিকে খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, আদালতের সকল প্রসেস দ্রুত তামিল করতে হবে এবং কোন মামলা এমসি ভালোভাবে পর্যালোচনা না করে এফআইআর ও চার্জসীট না দিতে নির্দেশ প্রদান করেন তবে এফআইআর চার্জসীট প্রদানে কোন ক্রমেই নির্ধারিত সময় অতিক্রম করা যাবে না। কারণ এতে অনেক নিরপরাধ মানুষ বিনা কারনে হাজত বাস করে থাকে। পুলিশের সকল ভাল কাজে বিজ্ঞ আদালতের সহযোগিতা পাবে, তবে মন্দ কাজের কোন রূপ ছাড় দেওয়া হবে বলে হুশিয়ারি প্রদান করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিঃ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান সোহাগ উদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কামরুজ্জামান সহ অত্র থানার ও বিজ্ঞ আদালতের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |