বার্তা প্রেরক | সোমবার, ২৯ ফেব্রুয়ারি ২০১৬ | পড়া হয়েছে 1061 বার
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, সরকার সকলকে শিক্ষিত করতে নানা কর্মসূচী হাতে নিয়েছে। সরকার গুণগত মানসম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে শিক্ষকদের প্রশিক্ষনের ব্যবস্থা করেছে। সকার অবকাঠামো নির্মমান শিক্ষক নিয়োগ করছে। বাংলাদেশে এমন কোন গ্রাম নেই যে খানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা হয়নি। সকলকে শিক্ষিত করা জন্যই আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে সকল শিশুরা লেখা পড়ার সুযোগ পায়। সরকারের নানা মূখী প্রচেষ্টার ফলে আগামী ২-৪ বছরের মধ্যে সরকারি প্রথমিক বিদ্যালয় গুলোতে মানসম্মত শিক্ষা প্রদান করা সম্ভব হবে। তিনি আরও বলেন, মানসম্মত শিক্ষার ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়াতে সূর্যমূখী কিন্ডার গাটেন অনেক দূর এগিয়ে যাবে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় যে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে সূর্যমুখী অন্যতম স্থান দখল করে রেখেছে। অচিরেই বিদ্যালয়টি একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরিনত হবে বলে তিনি আশা করেন। তিনি গতকাল শনিবার শহরের ঐতিহ্যবাহী সূর্যমুখী কিন্ডার গার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে পরিচালনা কমিটির সভাপতি এড, ইনামুল হক হেলালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো:মিজানুর রহমান,বিদ্যালয় পরিচারনা কমিটির সহ সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম, কার্য নির্বহী কমিটির সদস্য সাংবাদিক আ.ফ.ম কাউসার এমরান, মোজাম্মেল হক. কামরুল ইসলাম, মহিতোষ রায়। বিদ্যালয়ের শিক্ষিকা নাজমাতুন নুর পপির সঞ্চালনায় অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের অধ্যক্ষ সালমা বারী।্ শিক্ষক, অভিভাবক সহ স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ৬শত শিক্ষার্থী অংশগ্রহন করে। পরে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। এরআগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে । তাছাড়া মহান একুশে আর্ত্নজাতিক ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |