স্টাফ রিপোর্টার : | মঙ্গলবার, ০৯ মে ২০১৭ | পড়া হয়েছে 646 বার
জেলা শহরের কাজীপাড়ার এলাকায় সেপটিক ট্যাংকি থেকে রহিম ফকির (৭৮) নামে এক বৃদ্ধ কবিরাজের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার ০৯ মে,বেলা তিনটার দিকে কাজীপাড়ার মৌলভীহাটির মিশু নিবাস থেকে লাশটি উদ্ধার করে পুলিশ, এ ঘটনায় নারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ । ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মিজানুর রহমান জানান, সকালে মিশু নিবাসের বাসিন্দা রফিকউল্লাহ তার অফিসে গিয়ে সেপটিক ট্যাংকিতে লাশ রয়েছে বলে জানায়। পরে পুলিশ লাশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসাপতাল মর্গে পাঠিয়েছে। রফিউল্লাহর বরাত দিতে পুলিশ সুপার আরো জানান, রফিকউল্লাহর স্ত্রী শারমিন আক্তারের দূর সম্পর্কের চাচা রহিম ফকির তাদের বাসায় নিয়মিত যাতায়াত করত। গত রবিবার রফিকউল্লাহ বাসায় না থাকার সময়ে রহিম ফকির তাদের বাসায় আসে। সে সময় তিন যুবক তার পিছু নিয়ে বাসায় আসে এবং শারমিন আক্তারকে অবরুদ্ধ করে রহিম ফকিরকে খুন করে লাশ সেপটিক ট্যাংকিতে ফেলে যায়। তারা ভয়ে গত দুদনি পুলিশকে জানায়নি বলেও জানান পুলিশ সুপার। এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |