প্রতিনিধি | মঙ্গলবার, ১৫ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 1146 বার
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নের ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে ভেন্টিলেটর খসে পড়ে পঞ্চম শ্রেণির তিন ছাত্রী আহত হয়েছে। গত মঙ্গলবার ১৫ মার্চ দুপুরে স্কুল চলাকালীন এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীরা হলো, মেহেরিন আক্তার (১১), সামিয়া আক্তার (১১) ও আনিকা আক্তার (১১)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব চৌধুরী জানান, দুপুরে পঞ্চম শ্রেণির কক্ষে হঠাৎ করে ভেন্টিলেটর খসে পড়ে। এ সময় বসে থাকা তিন ছাত্রী মাথা, পিঠ ও হাতে আঘাত পায়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |