| মঙ্গলবার, ২৩ আগস্ট ২০১৬ | পড়া হয়েছে 946 বার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৮০ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় গাঁজাবাহী একটি পিকআপ ভ্যানও আটক করা হয়।
গত সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর উপজেলার রাধিকা সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজা উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নবীনগর উপজেলার রুদ্রাক্ষবাড়ির বাছির মিয়ার ছেলে ভ্যান চালক মোঃ রুবেল মিয়া-(২৪)। এবং কসবা উপজেলার খাড়পাড় গ্রামের মুছা মিয়ার ছেলে মোঃ জুয়েল-(২২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে রাধিকা সড়কে একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো- ন ১৮-১৬৮৫) আটক করে তাতে তল্লাশী চালিয়ে ৭টি ড্রামে থাকা ১৮০ কেজি গাঁজা উদ্ধার ও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে গতকাল মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, উদ্ধারকৃত গাঁজা কসবা থেকে নরসিংদী জেলার বারিচায় নেওয়া হচ্ছিল বলে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | |
৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ |
১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ |
২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ |
২৮ | ২৯ | ৩০ | ৩১ |