প্রতিনিধি | শনিবার, ১৯ মার্চ ২০১৬ | পড়া হয়েছে 889 বার
আগামি রবিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ৪৮ কেন্দ্রের মধ্যে ৩৫টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুশিল প্রশাসন। এসব কেন্দ্রের জন্য বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ চিহ্নিত ৩৫ টি কেন্দ্রে ৬ জন করে এবং সাধারণ ১৩ টি কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য থাকবেন। প্রতিটি কেন্দ্রের ১২ জন আনসার সদস্যের মধ্যে ২ জন অস্ত্রধারী থাকবে। ঝুঁকিপূর্ণ চিহ্নিত কেন্দ্রে ৮টি এবং সাধারণ কেন্দ্রে ৭টি অস্ত্রধারী নিয়োজিত থাকবে। এছাড়া পুলিশের চারটি স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন বিজিবি ও র্যাবের ১০টি টিম কাজ করবে বলে জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বশিরুল হক ভূঁইয়া জানান, পৌরসভার ১২ টি ওয়ার্ডের ভোট গ্রহণের জন্য ৪৮টি কেন্দ্র করা হয়েছে। পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ ২৯ হাজার ৯৩৭ জন। এর মধ্যে ৫১ হাজার ৯১০ জন নারী এবং ৫১ হাজার ২৭ জন পুরুষ ভোটার রয়েছে। এখানে মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ |